Junooniyat Movie Review

Junooniyat Movie Review

Release on 24 june 2016


cast:

Pulkit Samrat as Captain Jahaan 

Bakshi Yami Gautam as Suhaani Kapoor

Poonam Kaur as KamyaHrishitaa
 Bhatt as MishtiTaran
 Bajaj as TulluGulshan 
Devaiah as Yash





Rate : 6.9/10

Running time :130 minutes

Country : India
language : Hindi 
Budget : 12 crore ( DISASTER)
Directed by Vivek Agnihotri

অল্প কথায় গল্প ঃ গল্পটা কিছুটা এমন যে , এক ছেলে থাকে যে কিনা ইন্ডিয়ান আর্মি। এক উদ্ধার অভিযানে এক মেয়েকে রক্ষা করে এর পর শুরু হয় তাদের মধ্যে কেমেস্ট্রি। বিভিন্ন অঙ্গী-ভঙ্গি দ্বারা এটা বোঝা যায় তারা একে অপরকে 

পছন্দ করে। এর পর অন্যসব ধরনের গল্পের মতোই এদের মধ্যে গড়ে উঠে ভালোবাসার গল্প। প্রথম হাফ টাইম এই দুইজনের 

প্রেমের কাহিনির মধ্যে দিয়েই পার হয়ে যায়। তবে এটা শেষ অব্দি থাকে নাহ। দ্বিতীয় ভাগ শুরুতেই হতে থাকে টুইস্ট। 

এদিকে প্রথমে মেয়ের বাসা থেকে এই সম্পর্ক মেনে নেয় নাহ , যদিও মেয়ে বাসা থেকে পালিয়ে ছেলের বাসায় যায় কিন্তু সেখানে ছেলের এংগেজমেন্ট এর অনুষ্ঠান হতে দেখে। মেয়ে সেখান থেকে বাসায় ফিরে যায় এবং বিয়ের সিদ্ধান্ত নেয়। 

এদিকে ছেলের এই সকল কাহিনির কোনো ধারনাই নেই। আরেকটা অভিযানে সে এক গ্রুপকে রক্ষা করে যারা কিনা 

কানাডা থেকে এসেছে। তাদের জীবন রক্ষা এবং এর পেক্ষিতে তাদের খুব ভালো বন্ধুত্ব সরুপ সম্পর্ক গড়ে উঠে । কানাডা থেকে এদেশে আসার উদ্দেশ্য বিয়ে করা এবং কানাডা থেকে আগ্রত সবাই যাহানকে তাদের সাথে নিয়ে যায় বিয়ের বাড়িতে।

এবং যাহান সেই বিয়ে বাড়তে গিয়ে দেখে যেই মেয়ের সাথে কানাডা থেকে আগ্রত ছেলের বিয়ে , সেই মেয়ে হলো যাহান 

এর ভালোবাসার মানুষ। এর পর কি হয় ? ভালোবাসার মানুষটিকে কি নিজের করে পাবে নাকি চোখের সামনেই হাড়িয়ে যাবে অচিন রাজ্যে।তা জানতে অবশ্যই দেখতে পারেন।


ইতিবাচক দিকগুলো ঃ সানাম রে ছবিতে খুব বেশি সাড়া পাওয়ার পর সাম্পাট এবং ইয়ামি এর জুটি ছিলো
সবার মুখে মুখে। এর কিছু সময় পরেই রিলিজ হলো জুনুনিয়াট। এই প্রেমের গল্প ছিলো এক সেনা এবং একজন কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে।মান অভিমান এর মধ্যদিয়ে আপনাকে ভালোবাসা শেখাবে। মুভিটির মূল আকর্ষণ ছিলো  এই মুভির গান গুলো।  প্রতিটা গান মনকে ছুয়ে যাবে আপনার। 

নেতিবাচক দিকগুলোঃ প্রথমেই যেটি বলতে হয় তা হলো এর কাহিনি নিয়ে। এ যেনো টেনে টেনে অহেতুক বড় করে গেছে গল্পটাকে। প্রচন্ড বিরক্তিবোধ করতে পারেন এর রানটাইম নিয়ে।  স্কিন পে গুলো তেমন একটা ভালো বলা যায় না। শুধুমাত্র রোমেন্স আর ভালোবাসার গল্প ছাড়া  আর কিছু পাবেন নাহ। আপনি যদি একশন লাভার হয়ে থাকেন, তবে বলবো এই মুভি আপনার জন্য নয়। বক্স অফিসেও এই মুভি পেয়েছে অনেক বড় ডিজেস্টার। শুধু পরিচিত মুখ নয় 
একটি মুভি সফল করতে এর জন্য সকল দিক গুলোতেও গুরুত্ব দেয়া প্রয়োজ।    
  

Post a Comment

0 Comments