WAR MOVIE REVIEW

WAR MOVIE REVIEW

Release on 02 october 2019

    actors :  Hrithik Roshan , Tiger Shroff and Vaani Kapoor     



Rate : 4/5

Running time :154 minutes
Country : India
language : Hindi 
Budget : 200 crore 
Directed by Siddharth Anand






অল্প কথায় গল্প ঃ ছবিটার পুরো সময়টা জুড়েই ছিলো হৃত্তিক এবং টাইগার এর মধ্যে ধামাদার অ্যাকশন 
ফিকুয়েন্স।এদের দুইজনকে দেখা যায় একে অপরের সাথে লড়াই করতে।কবীর (হৃত্বিক রোশন)  যে কিনা
ভারতীয় সেনা , তাকে দেখা যায় নিজ প্রশিক্ষককে হত্যা করে দলছুট হতে। পরবর্তীতে কবীরের ছাত্র খালিদ (টাইগার শ্রফ)-এর উপর দায়িত্ব পড়েগুরুকে যেখান থেকেই হোক ধরে আনার জন্য। এখান থেকেই কাহিনির শুরু।এই ছবির প্রাণ ছিলো কিছু প্রশ্ন - কে এই ছবির হিরো আর কে ভিলেন ? কেনো কাবীর নিজেদের বিরুদ্ধে গেলো ? কে জিতবে এই লড়াইতে গুরু নাকি শিষ্য। ধুমধাম অ্যাকশন ফিকুয়েন্স সহ ট্রিলাটিক টুইস্ট আপনাকে শেষ অব্দি দেখার জন্য মাতিয়ে রাখতে সক্ষম।


ইতিবাচক দিকগুলো ঃএ যেনো হলিউড ফিল্ম এর ইন্ডিয়ান মাসালা। অনেকটাই সক্ষম হয়েছে ইন্ডিয়ান মুভির অ্যাকশন ফিকুয়েন্স হলিউডের ধাচে আনার। কিন্তু কিছু কিছু সিন ফাস্ট & ফিউরিয়াসের মত মনে হয়েছিলো।

এছাড়া মুভিটিতে আনা হয়ে ৪ জন ভিনদেশি ডিয়রেক্টর মুভিটিতে হৃত্তিক এবং টাইগার এর জুটিটা ছিলো
প্রশংসনীয়। হৃত্তিক এর সাথে টাইগার এর মানিয়ে নেয়া ছিলো চ্যালেঞ্জিং ব্যাপার।দর্শকরাও এই দুই এক্টরকে 
এক সাথে দেখার জন্য ছিলো প্রচুর আগ্রহে।যার কারনে কিছু মিক্স রিভিউ পেলেও " ওয়ার " মুভিতে
সকলের রিভিউ পজিটিভ ই ছিলো।

 


নেতিবাচক দিকগুলো ঃ অ্যাকশনে ফুল মার্কস পেলেও গল্পে এসে একটু হোঁচট খেতে হয়েছে  'ওয়ার'  কে। সেই পুরোনো কাহিনি যা নিয়ে রয়েছে ভারতীয় বহু সিনেমা।যদিও কিছুটা ভিন্নটা রেখেছে ট্রিলাটিক 
টুইস্ট এর মধ্য দিয়ে। তবুও বলা যায় প্রথম হাফ যেভাবে মাতিয়ে রেখেছে ডিরেক্টর শেষের দিকে ততটা 
ধরে রাখতে সক্ষম হয়নি ।মুভির দ্বিতীয় ভাগে কেমনটা হতে যাচ্ছে পরবর্তী সিন গুলো তা খুব আগে
 এবং ক্লিয়ার ভাবেই বোঝা যাচ্ছিলো , কিন্তু আমার মনে হয় এই দিকটিতে আরেকটু খেয়াল রাখা উচিৎ ছিলো।



মুভির মাধ্যমে বার্তা ঃ তেমন কোনো বার্তা প্রদান করেনি ওয়ার। ভালোবাসা মানুষের পাশাপাশি দেশের উপর ও থাকাটা প্রয়োজন। ভালোর পথে বাধা থাকবেই , শুনবে তোমার নিন্দা সে সময় পিছে নাহ হেটে লক্ষ্যটাকে আরো আঁকড়ে ধরে চললে সেসকল নিন্দাগুলো পরিণত হবে প্রশংসায়।









Post a Comment

0 Comments